চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: বাড়ির দেয়ালে লিখনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর চারঘাট উপজেলা প্রতিনিধি ফা-আরদ্বীন রহমানকে (১৮) হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার দিবাগত রাতে সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা এলাকায় তাঁর নিজ বাড়ির দেওয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হউ। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখার পর তাঁর পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ফা-আরদ্বীন রহমান বালিয়াডাঙা এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল তৃতীয় বর্ষেরশিক্ষার্থী। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।
জানাযায়, গত ১৮ই জুলাই রাজশাহীর চারঘাট উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করে শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফা-আরদ্বীন রহমানসহ আটক হয় আট শিক্ষার্থী। আটকের পর থানায় নিয়ে আটককৃতদের ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। পরদিন তাঁদের জেল হাজতে প্রেরণ করা হয়।
আন্দোলন চলাকালীন সময় ফেসবুকে শেখ হাসিনার সরকারকে স্বৈরাচার তকমা দিয়ে একাধিক পোস্ট দেওয়ায় জেলে থাকা অবস্থায় ২১ জুলাই রাতে জেলখানার টর্চার সেলে নিয়ে ফা-আরদ্বীনকে হাত-পা বেঁধে শারিরিক নির্যাতন করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগষ্ট জেলখানা থেকে মুক্তি পান তিনি। কিন্তু শারিরিক নির্যাতনের পর ঠিকমত চিকিৎসা না পাওয়ায় এখন পর্যন্ত ঠিকমত হাঁটতে পারেননা তিনি। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় ফা-আরদ্বীন ও তাঁর পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ফা-আরদ্বীন রহমান বলেন, রবিবার রাতে ১০ টার দিকে বাবার সাথে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকালেও লেখাটি ছিলনা। ১৮ জুলাই পুলিশের হাতে আটকের পর থানা ও জেলখানায় দফায় দফায় নির্যাতনের শিকার হয়েছি। এখনো সুস্থ-স্বাভাবিক হতে পারিনি। অধিকাংশ সময় বাবা-মা বাড়ি একা থাকেন। তাঁদের নিরাপত্তার কথা ভেবে আতংকিত হচ্ছি। চারঘাট উপজেলার প্রতিনিধি হিসাবে কাজ শুরু করায় আমাকে হুমকি-ধমকি দিতেই পরিকল্পিত ভাবে কাজটি করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা প্রতিনিধি রোহানা সেতু বলেন, ফা-আরদ্বীনকে হত্যার হুমকির বিষয়টি রাতেই জেনেছি। গত শুক্রবার ফা-আরদ্বীন আমরা চারঘাট উপজেলায় ‘জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের’ পক্ষে জনমত তৈরির জন্য লিফলেট বিতরণ করেছি। সে অন্যায় অবিচারের বিপক্ষে জনমত তৈরিতে চারঘাট উপজেলায় কাজ করছে।এজন্য তাঁর কার্যক্রম বাঁধাগ্রস্ত করতেই এভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের কাছে আবেদন জানিয়েছি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফা-আরদ্বীন রহমান লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে।