সুজানগর (পাবনা) প্রতিনিধি: “জ্ঞান -বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।এ সময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস,
উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় অংশগ্রহণ করে।