• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ত্রিপুরায় তিন বছরে ২৮১৫ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ ৮:৪২

ত্রিপুরায় তিন বছরে ২৮১৫ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত তিন বছরে প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সাল থেকে গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার আইনশৃঙ্খলাবাহিনী ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। সম্প্রতি ত্রিপুরার বিধানসভায় এক প্রতিবেদনে বাংলাদেশিদের গ্রেপ্তারের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে ২ জনের প্রতিষ্ঠানকে ২ কোটি ৯০ লাখ ডলার অনুদান : ডোনাল্ড ট্রাম্প

দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা গত ৩ বছরে ২ হাজার ৮১৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছেন। অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ত্রিপুরায় গ্রেপ্তারকৃতদের মধ্যে এক হাজার ৭৪৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও এক হাজার ৬৯ জনের মধ্যে জামিনে আছেন ৫৮৫ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৭৪ জন ভারতীয়ও।

আরও পড়ুনঃ  পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য ছাড়াল ১০০ কোটি মার্কিন ডলার

গত বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, আধা-সামরিক বাহিনী সিআরপিএফ, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ  জেলেনস্কি গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, বললেন ট্রাম্প

সম্প্রতি ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরা। রাজ্যটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৮৫৬ কিলোমিটার; যা রাজ্যের মোট সীমান্তের প্রায় ৮৪ শতাংশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675