• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সংস্কার কমিশন : আইজিপি

প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ ৫:৫২

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সংস্কার কমিশন : আইজিপি

স্টাফ রিপোর্টার : নানা আলোচনা-সমালোচনা শেষে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের তারিখ পরিবর্তন করা হয় তিন বার। অবশেষে কাঙ্খিত সেই সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বুধবার ১৫ জানুয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন, অভিভাবদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে ক্রেষ্ট তুলে দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন ঘটাতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহত উদ্যোগের সঙ্গে সবাই একত্ম। পুলিশের মনোবল বৃদ্ধি করে পুলিশকে হতে হবে জনগণের পুলিশ। আপনারা দীর্ঘ ১ বছর কঠোর অনুশীলন করে আজকে আপনারা আপনাদের কর্মে যোগ দেবেন।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’: ভোগান্তিতে রোগীরা

তিনি বলেন, থানায় সেবা নিতে আসা সেবা প্রার্থীরা যেন কখনও আপনাদের আচারণে কষ্ট না পায়। মনে রাখবেন আপনারা জনগনের সেবক। সেই কথা মাথায় রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।

এর আগে এক বছর মেয়াদী প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট পাদক পান এসআই নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার ক্যাডেট পদক পান নয়ন কুমার ঢালি এবং সর্ব বিষয়ে শেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদন প্রদান করা হয়।

৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ৫০২ জন নবীন পুলিশদের মধ্যে পুরুষ ৪৮০ জন এবং ২২ জন নারী নবীন পুলিশ সাব-ইন্সপেক্টর সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

জানা যায়, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ৮২৩ জন প্রশিক্ষনার্থী উপ-পরিদর্শক ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ১ বছর মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন।

প্রশিক্ষণ শেষ হয় গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝিতে। এরপর প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শকদের কুচকাওয়াজ, অভিভাবদন গ্রহণনের জন্য ২৬ নভেম্বর সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে সারদা পুলিশ একাডেমী কর্তৃপক্ষ।

সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে ঢাকা থেকে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় অনুষ্ঠানের আগের দিন এসে উপস্থিত হোন অর্ন্তবর্তীকালীন সরকারের স্বররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

তবে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারস থেকে জানানো হয় অনিবার্য কারনে ৪০ তম ব্যাচের শিক্ষাণবিশ এসআইদের সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না। তবে পরবর্তীতে সমাপণী অনুষ্ঠানের তারিখ জানানো হবে।

আরও পড়ুনঃ  মহান একুশের চেতনা ধারণ করে দেশ গড়তে হবে- নুরুজ্জামান লিটন

এরপর প্রশিক্ষণের মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার ভঙ্গের অভিযোগ এনে ৪ ধাপে ৩২১ জন প্রশিক্ষাণার্থী এসআইকে অব্যাহতি প্রদান করে একাডেমী কর্তৃপক্ষ।

অপরদিকে বাংলাদেশ সচিবালয়ের সামনে আমরণ অনশন করছেন বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের অব্যহতি পাওয়া ৩২১ জন সদস্য।

এরপর ৪০তম ব্যাচের অবশিষ্ট ৫০২ জন শিক্ষাণবিশ উপ-পরিদর্শকদের সমাপনী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার,সামরিক-বেসামরিকসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675