এম এ রশীদ,সিলেট : সিলেট বিয়ানীবাজারে বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৩ জন প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
পবিত্র কুরআন মাজীদ তেলায়তের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়,পবিত্র কুরআন মাজীদ তেলায়ত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মস্তাক আহমদ, গজল পাঠ করেন সাংবাদিক ছালেহ আহমদ শেওলা সুতারকান্দি টিভি সম্পাদক।
বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈনউদ্দীন (সুয়াই) এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট দানবীর সমাজসেবক,সাবেক সফল সভাপতি,যুক্তরাজ্য বিএনপি ও প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি জনাব সাইস্তা চৌধুরী কুদ্দুস,জনাব মোবারক আলী বিশিষ্ট দানবীর,লন্ডন প্রবাসী,জনাব দিলদার হোসেন খান বেলাল প্রতিষ্ঠাতা,এম এ খান ফাউন্ডেশন,লন্ডন প্রবাসী,জনাব শহিদুল ইসলাম শাহিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য, আমেরিকা প্রবাসী,জনাব হেলাল উদ্দিন বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী,আমেরিকা প্রবাসী,জনাব সাদেক হোসেন চৌধুরী লন্ডন প্রবাসী,জনাব তুহেল আহমদ চৌধুরী সাবেক সফল সভাপতি,বালিঙ্গা উচ্চ বিদ্যালয়,পরিচালক এনআরবি ব্যাংক,বালিঙ্গা বাজার ও আমেরিকা প্রবাসী,জনাব দুলাল খান আমেরিকা প্রবাসী,জনাব ফরহাদ হোসেন চৌধুরী (অপু) লন্ডন প্রবাসী,জনাব আব্দুস সামাদ খান পর্তুগাল প্রবাসী,জনাব নুরুল ইসলাম সাবেক সদস্য,বালিঙ্গা উচ্চ বিদ্যালয়,পর্তুগাল যাএী।
সংবর্ধনা অতিথি ছাড়া ও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য ও শেওলা ইউ’পি পেনেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, অএ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন,অএ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির দাতা সদস্য আব্দুল হালিম,দাতা সদস্য জিল্লুর রহমান,সাবেক ইউপি সদস্য ও পেনেল মেম্বার মামুন রাজা চৌধুরী,সাবেক অবিভাবক সদ্স্য আবুল কালাম,সিদ্দিক আহমদ,জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য এম এ রশীদ,সিলেট জেলা ছাএদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুরশেদ,বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা শাহিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন,প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি,তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। গরীব ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসবেন সংবর্ধিত প্রবাসী অতিথিবৃন্দরা। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংবর্ধিত অতিথিরা বলেন জন্মভূমি, নাড়ির টান কখনো ভুলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে সংগঠনের যে কোন সামাজিক কর্মকা-ে কাজ করে যাবো। অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ।