• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডেথ বোলিং নিয়ে চিন্তায় বরিশাল

প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ ১০:১৩

ডেথ বোলিং নিয়ে চিন্তায় বরিশাল

অনলাইন ডেস্ক : বিপিএলের এবারের আসরে বরিশালের বিপক্ষে ফিরতি ম্যাচে রংপুরের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মেয়ার্সের এক ওভারে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে নুরুল হাসান সোহান সেই সমীকরণ মিলিয়েছেন ৩০ রান তুলে। তাতে আসরে দুইবারই রংপুরের কাছে হেরেছে বরিশাল।

শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ, জাহানদাদের মতো পেসার থাকার পরও সেই ম্যাচে ৫ ওভারে ৭১ রান ডিফেন্ড করতে পারেনি বরিশাল। শুধু এই ম্যাচই নয় নিজেদের প্রথম ম্যাচেও শেষ ৫ ওভারে ৭৫ রান দিয়েছিলেন বরিশালের বোলাররা।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

সবমিলিয়ে দলে ভারসাম্য থাকলেও ডেথ ওভার বোলিং নিয়ে কিছুটা হলেও চিন্তিত বরিশাল টিম ম্যানেজমেন্ট। আর শাহীন আফ্রিদি চলে যাওয়ায় সেই চিন্তা আরো কিছুটা বেশি। যা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেও বললেন দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

তিনি বলেন, ‘ডেথ ওভার নিয়ে কিছুটা চিন্তিত। এই জায়গাটা নিয়ে কাজ করছি। এই জায়গাটা ঠিক হলে বলবো যে, আমরা দল হিসেবে পুরোপুরি ঠিক আছি। উইকেট সিলেটের মতোই হবে মনে হচ্ছে। ব্যাটাররা বেশি স্বাচ্ছন্দ্যে বোধ করবে। বোলাররা সঠিক লাইনে বল করতে পারলে ভালো করবে। ট্রু উইকেট বলা যায়।’

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

‘এখানে আমাদের তিনটা ম্যাচ আছে। একটা একটা করে চেষ্টা করবো তিনটা ম্যাচই জেতার। খেলোয়াড়রা সকলে ভালো আছে। দু’জন চলে গেছেন। জেমস ফুলার জয়েন করেছে। আমরা ভালো পজিশনে আছি। গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় কোন চাপ অনুভব করছি না।’-যোগ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675