• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিক্ষার্থীদের আটক করা মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দিল পুলিশ, ফের ফসলী জমি কেটে পুকুর ভরাট

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ ৫:৫০

শিক্ষার্থীদের আটক করা মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দিল পুলিশ, ফের ফসলী জমি কেটে পুকুর ভরাট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় প্রশাসনকে বারবার অভিযোগ দিয়েও অবৈধভাবে রাতের অন্ধকারে ফসলী জমি কাটা বন্ধ না হওয়ায় মধ্যরাতে পথরোধ করে ট্রাক্টরসহ ভূমিদস্যুদেরকে আটক করে পুলিশে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে দায়ী দুই ব্যক্তিরা আটক হলেও ঘটনার রাতেই তাদেরকে ছেড়ে দেয়া হয়। এর কয়েক ঘন্টা পরেই ১৫ হাজার করে গাড়ি প্রতি জরিমানা নিয়ে ৯টি মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দিয়েছে পুলিশ। এতে আবারো শুরু হয়েছে অবৈধভাবে ফসলী জমি কেটে পুকুর ভরাটের কার্যক্রম।

জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার নয়াগোলা পুলিশ লাইনস এলাকায় মাটিভর্তি ট্রাক্টর চলাচলে বাধা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে ৯টি মাটিভর্তি ট্রাক্টরসহ ফসলী জমি কেটে পুকুর ভরাটের অভিযোগে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মাটির্ভতি ট্রাক্টরগুলো সদর পুলিশ ফাঁড়িতে রাখা হলেও ছেড়ে দেয়া হয় ভূমিদস্যু রেজাউল করিম ও আব্দুস সালামকে। পরে বুধবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে গাড়িগুলো ছেড়ে দিলে সাড়ে ৯টা থেকে আবারো শুরু হয় একই কাজ।

আরও পড়ুনঃ  ধানক্ষেতে পড়ে ছিল এক ব্যক্তির গলাকাটা মরদেহ

জানা যায়, একই স্থানে গত ২৩ ডিসেম্বর ফসলী জমির টপ সয়েল বা উপরিভাগ কাটা ও পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জমিমানা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। অভিযোগ রয়েছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে ভূমিদস্যু রেজাউল করিম এসিল্যান্ডের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণের পাশাপাশি নানারকম প্রতিবন্ধকতা তৈরি করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে তারেক রহমানের উপহার পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের পরিবার

গত প্রায় এক মাস ধরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা এলাকায় ফসলী জমির টপ সয়েল বা মাটি কাটছে মাটিখেকোরা। সন্ধ্যা নামলেই এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে জেলা শহরের ভূতপুকুর এলাকায় থাকা বিশাল পুকুর ভরাট করতে। ২৫-৩০ টি ট্রাক্টরে করে এসব মাটি পরিবহন করতে গিয়ে নষ্ট করছে সড়ক ও জনপদ বিভাগ এবং এলজিইডির পিচঢালা রাস্তা। এছাড়াও সড়কের উপর পড়ে থাকা মাটিতে শীত ও বৃষ্টি পড়ে তৈরি হয় কাদা। ফলে যানবাহন চলাচলেও দেখা দেয় সমস্যা। হরহামেশায় ঘটে সড়ক দূর্ঘটনা। ধুলাবালির জ্বালায় অতিষ্ঠ সড়কের পাশে থাকা বাসিন্দা ও দোকানদাররা।

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় ফসলী জমি কাটার নেতৃত্ব দিচ্ছেন রেজাউল করিম নামের এক ভূমিদস্যু। মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়। এসময় পুলিশ তাকে থানায় নিয়ে গেলেও রাতেই ছেড়ে দেয়। ভূমিদস্যু রেজাউল করিম জানান, গাড়ি প্রতি ১৫ হাজার করে জরিমানাসহ আটক ২ জন ও ৯টি গাড়ি ছাড়াতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেয়ার পর গাড়ি নিয়ে এসে আবারো ফসলী জমি কেটে পুকুর ভরাটের কাজ শুরু করেছি। কি করব, জরিমানার টাকা তো উঠাতে হবে?

আরও পড়ুনঃ  ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, মঙ্গলবার দিবাগত রাতে গাড়িগুলো আটক করে পুলিশকে খবর দেয় শিক্ষার্থীরা। পরে তা সদর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এরপর বুধবার রাতে এসব গাড়ির রোড পারমিট না থাকার অপরাধে প্রত্যেকটি ১৫ হাজার করে ৯টি গাড়ি ছেড়ে দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675