• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীর চাল বাজার নিয়ে খাদ্য নিয়ন্ত্রকের নতুন বার্তা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ ৬:৩৮

রাজশাহীর চাল বাজার নিয়ে খাদ্য নিয়ন্ত্রকের নতুন বার্তা

স্টাফ রিপোর্টার : সরকারের উপযোগী কার্যক্রমের ফলে বাজারে চাল ও আটার দাম কমছে বলে দাবি করেছেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন। বুধবার দুপুরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে উর্ধ্বগতির কারণে দেশে চালের দাম বেড়েছিল উল্লেখ করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বলেন, ‘চালের দাম বৃদ্ধি রোধে আমদানির ক্ষেত্রে সকল শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানি করা হচ্ছে।

‘খাদ্য বিভাগ এরই মধ্যে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পন্ন করেছে। যার মধ্যে ভারত থেকে ৫০ হাজার টন চাল চলে এসেছে। চট্টগ্রাম ও মংলা বন্দরে সেগুলো খালাস কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন ও ভিয়েতনাম থেকে এক লাখ মেট্রিক টন চাল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।’

আরও পড়ুনঃ  চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি: লুট করা মোবাইলের বিনিময়ে গাঁজা কেনে ডাকাতরা

মাইন উদ্দিন বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে সরকারি বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই খোলা বাজারে চাল ও আটা বিক্রয় সম্প্রসারণ করা হয়েছে। মহানগর ও জেলার উপজেলা পর্যায়ে খোলা বাজারে (ওএমএস) দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিক্রয় কার্যক্রম চলছে।

‘এর ফলে এক সপ্তাহের ব্যবধারে প্রতি কেজি চাল ১ টাকা ও আটা ৩ টাকা হারে দাম কমেছে। গত ৯ জানুয়ারি রাজশাহী অঞ্চলের বাজারে মোটা চালের দর ছিল প্রতি কেজি ৪৯ টাকা ৫২ পয়সা। এ সপ্তাহে মোটা চালের বাজার দর প্রতি কেজি ৪৮ টাকা ৫২ পয়সা।’

আরও পড়ুনঃ  দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

তিনি জানান, ‘রাজশাহী বিভাগে বেসরকারি পর্যায়ে মোট ৩ লাখ ৫৫ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৪ হাজার ৯২৯ মেট্রিক টন চাল রাজশাহী বিভাগে আমদানি করা হয়েছে। আমদানির ফলে দেশে খাদ্যশস্যের মজুত বৃদ্ধি পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন আরও জানান, ‘রাজশাহী বিভাগে আমন সংগ্রহ ২০২৪-২০২৫ মৌসুমে সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ১ লাখ ১১ হাজার ২৬৩ মেট্রিক টন। আর আতপ চালের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ২৬৩ মেট্রিক টন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাত যুবকের লাশ

‘বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত ৫৫ হাজার ৩৩৭ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৯ হাজার ৭৬৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ সিদ্ধ চাল ও ৭৫ শতাংশ আতপ চাল সংগ্রহ হয়েছে। বাজারে চালের দাম কমার কারণে লক্ষ্যমাত্রার শতভাগ চাল সংগ্রহ হবে।’

চাল-আটার দাম ও মজুদ জানাতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675