• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, টিকিটমূল্যে চমক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ ৯:০৮

অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, টিকিটমূল্যে চমক

অনলাইন ডেস্ক : হাইব্রিড মডেল অনুসারে পাকিস্তান ও দুবাইতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তানের তিনটি ভেন্যুতে হবে মেগা টুর্নামেন্টটির ম্যাচগুলো। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া ম্যাচের টিকিটমূল্য প্রকাশ করেছে পিসিবি। এরপর থেকে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটমূল্য। আইসিসির অন্যান্য মেগা টুর্নামেন্টের চেয়ে এই প্রতিযোগিতায় টিকিটের দাম কমই ধরা হয়েছে।

আয়োজক দেশটির তিন ভেন্যুতে টিকিটের সর্বনিম্ন দাম এক হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৭ টাকা। অথচ সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ২০২৩ (ভারত) ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ (ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র) টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৬ ডলার বা ৭৩১ টাকা। তাও ওই দামটি ছিল তুলনামূলক দুর্বল দলের ম্যাচে। এমনকি সেসব টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচের টিকিটমূল্যও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ম্যাচের প্রায় সমান ছিল।

আরও পড়ুনঃ  জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ওপেনার

এদিকে, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে সর্বোচ্চ ২৫ হাজার রুপি খরচ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৯২৮ টাকা। অথচ এর চেয়েও বেশি অঙ্কে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচে টিকিটের দামই শুরু হতো। যা গ্যালারির ক্যাটাগরি ভেদে আরও বড় অঙ্কে পৌঁছাতো। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছিল সাড়ে ৩৯ হাজার টাকা থেকে। প্রথম শ্রেণি কিংবা ভিআইপি গ্যালারির দাম ছিল সর্বোচ্চ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড। পাকিস্তানের এই ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ম্যাচ। বাকি দুই ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড।

করাচি স্টেডিয়ামের নির্ধারিত টিকিটমূল্য :
জেনারেল এনক্লোজার : ১০০০ রুপি (৪৩৭ টাকা)
প্রথম শ্রেণি : ১৫০০ রুপি (৬৫৬ টাকা)
প্রিমিয়াম : ৩৫০০ রুপি (১৫৩০ টাকা)
ভিআইপি : ৭০০০ রুপি (৩০৬০ টাকা)
ভিভিআইপি : ১২০০০ রুপি (৫২৪৬ টাকা)
সেমিফাইনাল এবং ফাইনালসহ (ভারত না উঠলে) ৫ ম্যাচের সূচি রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে গ্রুপপর্বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ইংল্যান্ড-আফগানিস্তান ও আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ রয়েছে। এই ভেন্যুতেও টিকিটের দাম ১০০০ রুপি থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১৮০০০ রুপিতে গিয়ে ঠেকবে।

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

লাহোরের নির্ধারিত টিকিটমূল্য :
জেনারেল এনক্লোজার : ১০০০ রুপি (৪৩৭ টাকা)
প্রথম শ্রেণি : ২০০০ রুপি (৮৭৪ টাকা)
প্রিমিয়াম : ৫০০০ রুপি (২১৮৬ টাকা)
ভিআইপি : ৭৫০০ রুপি (৩২৭৮ টাকা)
ভিভিআইপি : ১২০০০ রুপি (৫২৪৬ টাকা)
গ্যালারি : ১৮০০০ রুপি (৭৮৬৮ টাকা)

রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি। এর মধ্যে দুটি ম্যাচই খেলবে বাংলাদেশ। ওই ভেন্যুতে নাজমুল হোসেন শান্ত’র দল ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মোকাবিলা করবে। এ ছাড়া রাওয়ালপিন্ডিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচও।

পিন্ডি স্টেডিয়ামের টিকিটমূল্য :
জেনারেল এনক্লোজার : ২০০০ রুপি (৮৭৪ টাকা)
প্রথম শ্রেণি : ৪০০০ রুপি (১৭৪৯ টাকা)
প্রিমিয়াম : ৭০০০ রুপি (৩০৬০ টাকা)
ভিআইপি : ১২৫০০ রুপি (৫৪৬৪ টাকা)

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675