• ঢাকা, বাংলাদেশ
  • ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে তারুণ্য উৎসব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ ৯:২০

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে তারুণ্য উৎসব

এম এ রশীদ সিলেট : “এসো নিজে বদলাই, দেশ বদলাই’,এ প্রতিপাদ্য নিয়ে এবার তারুণ্যের উৎসব উপলক্ষে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে বৃহস্পতিবার দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়। এ সময় পিঠা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব ও অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান সহ কলেজের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। এই তারুণ্য মেলা আগামীতে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মতামত দেন পরিদর্শকরা।

আরও পড়ুনঃ  সেবক হিসেবে জনতার পাশে থাকবো : মিজানুর রহমান

বাঙালির চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে প্রায় ১০ টি স্টল নিয়ে পিঠা সহ নানা ধরনের শিল্পকর্মে পসরা সাজানো হয়। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান শিক্ষার্থীরা। আয়োজক প্রতিষ্ঠানের দাবী, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে তরুণীদের এই ব্যতিক্রমী উদ্যোগ। প্রতি বছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন কলেজের দায়িত্বশীলরা।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার : সিরাজগঞ্জে রিজভী

শিক্ষার্থীরা মেতেছিল তারুণ্য উৎসবে। কেউ কিনছেন, কেউ খাচ্ছেন। আবার কেউবা নিয়ে যাচ্ছেন প্রিয়জনের জন্য। পিঠা পুলির এ আয়োজনটি তরুণীদের আকর্ষণ করেছে। পাশপাশি বিভিন্ন ধরনের পিঠা ও শিল্পকর্ম তৈরি করে স্টলে বিক্রি করার মাঝেই আনন্দ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। প্রতিটি স্টলই ভিন্ন স্বাদের পিঠা এবং সুন্দর সাজসজ্জার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। তাই আগামীতে এ রকম মেলার আয়োজন করার অনুর্ভূতি ব্যক্ত করে শিক্ষার্থীরা।

সর্বশেষ সংবাদ

ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৫৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675