এম এ রশীদ সিলেট : সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড প্রধান কার্যালয়ে এখনো দাপটে চলছে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কর্মচারী লীগের নেতৃত্ব।গত বছরের ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে।দেশ ছেড়ে পালিয়ে যান দলের প্রধান ও শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।কোনো স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিতে পারেনি এখনো। কিন্তু সিলেট গ্যাস ফিল্ডে রয়েগেছে কর্মচারী লীগের দাপট।গত মাসে( সিবিএ) নির্বাচনের দুই বছর পূর্ণ হয়েছে এতে করে ক্ষমতা হারালেও। হারুন সুবহানের নেতৃত্বাধীন কর্মচারীলীগ,তারা দাপটের সাথে গ্যাস ফিল্ডের সকল সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের আয়োজনে ১১ জন কর্মকর্তা কর্মচারীর অবসর জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে।উক্ত অনুষ্ঠানে জিএম পান্না লাল ধর( হিসাব ও অর্থ) এর সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তার বক্তব্য শেষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ: মোঃ রেজাউল ইসলাম বক্তব্য রাখার পূর্বে অনুষ্ঠানে উপস্থিত কর্মচারীলীগের সাধারণ সম্পাদক সোবহানের নেতৃত্বে প্রতিবাদ জানান তাদের কে বক্তব্য দেওয়ার জন্য এক পর্যায়ে কর্তৃপক্ষ সোবহান কে বক্তব্য দিতে বাধ্য হয়।এসময় সোবহান তাঁর বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা মাত্র মঞ্চের সামনে বসে থাকা কর্মকর্তা,কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ক্ষেপে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানান সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই আর এখানে আওয়ামী লীগের ধুসর নিয়ে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ অনুষ্ঠান পরিচালনা করছেন, যা অত্যন্ত নিন্দনীয় দুঃখের। কর্মচারী লীগের নেতৃত্বে ( সিবিএ) থাকাকালীন সময়ে আমাদের অনেক হয়রানি করেছেন আমাদের সহকর্মীদের বিভিন্ন ফিল্ডে বদলি করেছেন।কোম্পানির কর্মকর্তাদের সাথে লিয়াজু করে অনেক অপকর্ম দুর্নীতি করেছেন যা বিভিন্ন প্রিন্ট, অনলাইন পত্রিকায় প্রচার হয়েছে হয়েছে। এখন সিবিএ নেই কিন্তু তারা দাপটে অপকর্ম চালিয়ে যাচ্ছে। কর্মচারী লীগের সভাপতি মোহাম্মদ হারুন অবসর নিলেও। সোবহান,খালিক,মোতালেব,নাজমুল এর নেতৃত্বে সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করে যাচ্ছে এই সংগঠন।আগামী সিবিএ নির্বাচনের শ্রমিকরা তাদেরকে প্রত্যাখ্যান করবে।
শ্রমিক প্রতিনিধি শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির আহমেদের সাথে কথা হলে তিনি জানান এখানে আমাদের কিছু বলার নেই।অনুষ্ঠান আয়োজন কমিটি এই বিষয়ে ভালো জানেন।