এম এ রশীদ সিলেট : বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে হবিগঞ্জের শিল্পাঞ্চলের বর্জ্য থেকে পরিবেশ রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া) ও যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুজ্জামান চৌধুরী । আজ দুপুরে হবিগঞ্জের শিল্পাঞ্চলের বর্জ্য থেকে পরিবেশ রক্ষার জন্য পরিবেশ উপদেষ্টার কাছে আবেদন,সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ।
অভিযোগে বলা হয় হবিগঞ্জের প্রতিটি শিল্পকারখানায় শিল্প-বর্জ্য ব্যবস্থাপনা নীতি অনুসরণ করা হচ্ছে না। কারখানাগুলো ইটিপি প্লান্ট স্থাপন না করায় হবিগঞ্জের ঐতিহ্যবাহী সুতাং নদীসহ ছোট বড় অনেকগুলো খাল বিল, হাওর ও কৃষি জমিতে ব্যাপক হারে বিষাক্ত শিল্প-বর্জ্য ছড়িয়ে পড়ার কারণে নদী-নালা, জলাশয় ও হাওর অঞ্চলের কৃষি ও দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসের দ্বারপ্রান্তে।
কৃষি উৎপাদন চরমভাবে ক্ষতির সম্মুখীন। এছাড়াও এর প্রভাবে চর্মরোগ সহ বিভিন্ন ধরণের রোগে সাধারণ জনগণ অতিষ্ঠ।
অচিরেই উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা না হলে হবিগঞ্জ জেলার কৃষি ও মৎস্য মারাত্মকভাবে ধ্বংসের চরম সীমায় পৌছে যাবে।
এতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে শিল্প-কারখানাগুলোকে ইটিপি প্লান্ট স্থাপনে বাধ্য করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।