• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে পুলিশে দিল যুবদল নেতারা

প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৭:১৪

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে পুলিশে দিল যুবদল নেতারা

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদ্য সাবেক এই নেতাকে পাবনার ঈশ্বরদী উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন যুবদলের নেতারা।

আরও পড়ুনঃ  ভাঙ্গায়  ইভটিজিংকে কেন্দ্র করে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। তিনি নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে। গত ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হয়ে তিনি নাটোর ছাড়েন।

রাতেই সদর থানা চত্বরে জেলা যুবদলের প্রচার সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘আমাদের কিছু ছেলে বৃহস্পতিবার বিকেলে পাবনার হার্ডিঞ্জ ব্রিজের নিচে অবস্থান করছিল। তারা এ সময় দেখতে পায় মাসুম কিছু লোককে সঙ্গে নিয়ে বসে কথা বলছে। ছেলেরা আমাদের জানালে সন্ধ্যায় একটি মাইক্রোবাস নিয়ে আমরা সেখানে গিয়ে মাসুমকে ধরে ফেলি। এরপর তাকে এনে পুলিশে সোপর্দ করি।’

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত বধ্যভূমি এলাকায়উচ্চ শিক্ষিত গুণিজনদের সংবর্ধনা

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমানর বলেন, গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন, হত্যাসহ সাতটি মামলা রয়েছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675