জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে নেসকোর গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের নামে হয়রানির প্রতিবাদে নাগরিক অধিকার রক্ষা আন্দোলন, নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে জয়পুরহাট শহরের পাচুরমোড়ে মানববন্ধন কর্মসূচী চলাকালে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের নামে হয়রানির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক অধিকার রক্ষা আন্দোলন জয়পুরহাটের আহ্বায়ক মোঃ তারেক হাসান, সদস্য সচিব নাজমুল হোসেন, সদস্য রকিব উদ্দিন, মওলানা আবু তাহের ও মওলানা নুর মাহমুদ প্রমূখ।
বক্তারা অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপনের নামে গ্রাহক হয়রানি বন্ধ করার দাবী জানান। অন্যথায় আগামী বৃহস্পতিবার নেসকো ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।