• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ৫:২৮

নাটোরে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : এনসিটিবি ভবন ঘেরাওয়ের শাস্তিপূর্ণ কর্মসূচীতে আদিবাসী ছাত্র-জনতার উপর স্টুডেন্ট ফল সভারেন্টি নামের সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি এবং সংক্ষুদ্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে শহরের স্বাধীনতা চত্ত্বর এলাকায় জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আয়োজিত মানববন্ধনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনটির জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, দপ্তর সম্পাদক সুজল পাহান, গণমাধ্যমকর্মী ও সাবেক আদিবাসী নেতা কালিদাস রায়, গণমাধ্যমকর্মী রেজাউল করিম খান, আদিবাসী ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি আঁখি পাহান, সহ-সভাপতি সনজিত পাহান, বাসদের জেলা আহ্বায়ক দেবাশীষ কুমার বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী আশীষ নিয়োগী, গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিনিধি নূর হোসেন প্রমূখ।

আরও পড়ুনঃ  মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি: তিন দিন পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

এসময় বক্তারা বলেন, পাঠ্য পুস্তুকে আদিবাসী গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে একটি গোষ্ঠী জাতি বৈষম্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

একটি উগ্রবাদী সংগঠন পরিকল্পিতভাবে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা চালিয়ে ফ্যাসিবাদের দৃষ্টান্ত উপস্থাপন করেছে। এদের পেছনে কারা আছে, তাদের লক্ষ্য কি তা জাতির সামনে উদঘাটন করতে হবে। এসময় আদিবাসী ছাত্র-জনতার হামলার উপর প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি করেন তারা।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675