স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। রোববার বিকেলে রাজশাহী মহানগরের দাশপুকুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য আবু হেনা রান্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বয়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক জইমুদ্দিন, বিএনপি নেতা সোহরাব হোসেন, ৩নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নির্জনা, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হান রাতুল ও যুবদল নেতা অপু, টুটুল, গাজিউলসহ বিএনপি,অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। উপস্থিত অতিথিদের বক্তব্যে শেষে দোয়া মোনাজাত করা হয়। শেষে শীতার্তদের মধ্যে অতিথিবৃন্দ প্রায় পাঁচশতাধীক শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।