• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় কম জনবল দিয়ে ভালো চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য কর্মকর্তা

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৫:১৮

বাগমারায় কম জনবল দিয়ে ভালো চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য কর্মকর্তা

হেলাল উদ্দীন, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাফিউল্লাহ নেওয়াজ। জনবল সংকট হলেও রোগীর কথা ভেবে নিজেই দেখছেন রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোউন্নয়নে সর্বদাই কাজ করছেন নতুন এই স্বাস্থ্য কর্মকর্তা। ভালো সেবা পেয়ে খুশি রোগী ও তার স্বজনরা। শুরুতে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলেও ৫০ শর্য্যার উন্নতি হয়েছে। উপজেলাবাসীর চিকিৎসাসেবার জন্য সব সময় জরুরী সেবা প্রদান করা হয়ে থাকে। উপজেলা পর্যায়ে ৫০ শয্যায় উন্নীত হলেও রয়েছে জনবল সংকট। সরকারি এই স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট যেন কাটছেই না। চাহিদার তুলনায় কম লোকবল দিয়েই পরিচালিত হয়ে আসছে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিনিয়তই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার দরিদ্র, অবহেলিত মানুষেরা পাশাপাশি প্রতিটি রোগীকেই দেয়া হচ্ছে মানসম্পন্ন সেবা। এক সময়ে যে রকম অস্বাস্থ্যকর পরিবেশে, বর্হিবিভাগে ঔষুধ কম দেওয়া, রোগীদের সাথে চিকিৎসকদের অসৌজন্যমূলক আচরণ ইত্যাদি কারণে মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসতে চাইতো না। সে তুলনায় চিকিৎসা সেবা ভালো হওয়ায় এখানে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। বিগত বছর গুলো স্বাস্থ্য সেবার মান নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। গিত ৬/৭ বছর ধরে বেশ ভালো কার্যক্রম চলে আসছে। বর্তমানে নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাফিউল্লাহ নেওয়াজ নিজেই একজন শিশু বিশেষজ্ঞ হওয়ায় জরুরী বিভাগের শিশুরোগীদের দ্রুত সেবা নিশ্চিত হয়েছে। তিনি যোগদানের পর থেকে হাসপাতালের চিকিৎসা সেবার ধরণ বদলে গেছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল নেটওয়ার্কে ব্যাপক সমস্যা হয় বলে তিনি দাবি করেছেন। সেই সাথে জনবল সংকট থাকায় চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। সরজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটি ওয়ার্ডে অনেক রোগী দেখা যায়। রোগীর চাপ সামাল দিতে কর্তৃপক্ষকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব। সংশ্লিষ্টসূত্রে জানাগেছে, ৫০ শর্য্যায় এই স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য জনবল কিছু আউট সোর্সিং এর লোক দিয়ে চলছে চিকিৎসা সেবার কাজ। খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৯ জন কর্মচারীর স্থলে ৪১ জন রয়েছে। ২২ জন ডাক্তারের স্থলে ১৫ জন, ৩০ জন নার্স এর স্থলে ২৮ জন। এছাড়া উপজেলায় স্বাস্থ্য সহকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকের পদ শূণ্য রয়েছে। নেই জুনিয়র কনসালটেন্ট (সার্জারী চক্ষু), ডেন্টাল সার্জন, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট এর পদ শূন্য রয়েছে। চিকিৎসা সেবা ভালোকরতে চাইলে লোকবল বাড়ানো জরুরী। জানা যায় হাসপাতালে চিকিৎসা সেবার ভিতরে রয়েছে গর্ভবতী মায়েদের জন্য নরমাল ডেলিভারীর পাশাপাশি সিজারের ব্যবস্থা। বিনামূল্যে চক্ষু সেবা, যক্ষ¥া ও কুষ্ঠ রোগীদের জন্য চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষুধ প্রদান। রয়েছে ব্লাড টেষ্ট, এক্স-রে, ইসিজি, আলটাসনোগ্রাফি করার ব্যাবস্থা। মহিলাদের জন্য রয়েছে জরায়ুর মুখে ক্যান্সার শনাক্তকরণে আলাদা চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা সেবার মান বাড়াতে ডিজিটাল এক্সরে মেশিন একান্ত প্রয়োজন বলে অনেকে দাবি করেছেন। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে জরুরী বিভাগের পাশাপাশি বর্হিবিভাগে ডাক্তারদের কাছে চিকিৎসা সেবা নিতে সাধারণ রোগীদের বাড়তি চাপ। অনেক সময় রোগীদের লম্বা লাইন হাসপাতালের গেট পর্যন্ত ঠেকে যায়। জানা যায় এই বর্হিবিভাগে প্রতিদিন গড়ে ৩০০-৫০০ জন রোগী চিকিৎসাসেবা নিয়ে থাকেন। রোগের ধরন অনুযায়ী এখানে ভিন্ন ভিন্ন চিকিৎসক দিয়ে চলে চিকিৎসা সেবা কার্যক্রম। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাফিউল্লাহ নেওয়াজ জানান, সদ্য যোগদান করেছি বাগমারায় চিকিৎসা সেবা কিভাবে বৃদ্ধি করা যায় সেটি নিয়ে পরিকল্পনা করছি। জনবল সংকট পুরনের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুতই ব্যবস্থা নেয়া হবে। আধুনিক যুগে দুর্বল নেটওয়ার্কে চিকিৎসা সেবাও কিছুটা ব্যাহত হচ্ছে। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নতি করতে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675