সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচির মেঘুল্লায় নিখোঁজের তিনদিন পর যমুনার খাল থেকে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত আবু বকর সিদ্দিক (১৩) বেলকুচি পৌর এলাকার চালা অফিস পাড়া মহল্লার শাহীন আক্তার আব্দুল্লাহ ছেলে। সে চালা হাফিজিয়া মাদ্রাসার হেফজ খানার ছাত্র।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল বারিক ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারী দুপুরে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার আর সন্ধান মিলছিলো না।
এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। সোমবার সকালে মেঘলার যমুনার খালে তার মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশের খবর দিলে তা উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল বারিক আরও জানান, শিশুটির মৃতের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।