ঢাকাTuesday , 21 January 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী সরকারি মহিলা কলেজে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা

subadmin
January 21, 2025 7:25 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে “জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এসময় উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মো: তোফাজ্জল হোসেন মোল্লা, কলেজের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।

জুলাই বিপ্লব-২০২৪ এ প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী ও আহত শিক্ষার্থী কৌশিক ইসলাম অপূর্ব আলোচনা সভায় অংশগ্রহণ করে তার অভিজ্ঞতা ও বিপ্লবের ঘটনা প্রবাহ তুলে ধরেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা সকল প্রকার বৈষম্য ও অবিচারের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের আহবান জানান।

এছাড়া জুলাই বিপ্লবের চেতনা বুকে ধারণ করে শিক্ষার্থীদের আগামী দিনে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।