• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপিএল ম্যাচের আগে ফুটবলে মুখোমুখি বরিশাল-খুলনা

প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৯:১০

বিপিএল ম্যাচের আগে ফুটবলে মুখোমুখি বরিশাল-খুলনা

অনলাইন ডেস্ক : নিজেদের ক্রিকেটীয় পরিচয় ভুলে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মাতলেন ফুটবল উৎসবে। নিজেদের চিরচেনা কোনো শট কিংবা দুর্দান্ত কোনো ডেলিভারি নয়, ফরচুন বরিশাল ও খুলনা স্ট্রাইকার্সের ক্রিকেটাররা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করলেন ফুটবল মাঠে। অবশ্য একদিন পরই আগামীকাল (বুধবার) বিপিএলের ম্যাচে এই দুই ফ্র্যাঞ্চাইজি মুখোমুখি হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান একাদশ আসরের চট্টগ্রাম পর্ব চলছে। এরই মাঝে দু’দিনের বিরতি পেয়েছে দুই বিপিএল ফ্র‍্যাঞ্চাইজি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। আগামীকাল (বুধবার) দুপুরে এই দুই দল বিপিএলে মুখোমুখি হবে। এর আগে তাদের দেখা মিলল ফুটবল মাঠে।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ আহমেদ সালাম এবং পরিচালক ওয়াসিফ আহমেদ সালামের আয়োজনে ৪ দলের এই প্রীতি টুর্নামেন্টে অংশ নিয়েছে এশিয়ান গ্রুপ, তামিমের পরিবার এবং বিপিএলের ফ্র‍্যাঞ্চাইজি দুটি। চট্টগ্রামের বায়েজিদে অবস্থিত এশিয়ান স্পোর্টস কমপ্লেক্সে হয়েছে এই টুর্নামেন্ট। ৪ দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান গ্রুপ।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

দেশের ক্রিকেটভক্তরা মুশফিক-মাহমুদউল্লাহদের চেনেন ক্রিকেটার পরিচয়ে। যদিও ক্রিকেটের অনুশীলনে গা গরম করতে তাদের ফুটবলও খেলতে দেখা যায়। তবে এই প্রতিযোগিতায় তারা ছিলেন পুরোদস্তুর ফুটবলার। বরিশালের হয়ে তামিম ছিলেন ডাগআউটে কোচের ভূমিকায়। আর মাঠে লড়েছেন মুশফিক, রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। অন্যদিকে, মেহেদী মিরাজের দল খুলনার পক্ষে রুবেল হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রিপন মন্ডলরা খেলেছেন। পরে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্টও। ম্যাচ শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানেরও আয়োজন করা হয়। গরুর মাংস, কালা ভোনা, ডালসহ মুখরোচক খাবারের স্বাদ নেন ক্রিকেটাররা।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675