• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে অবৈধ কারখানায় অভিযান: মাছের খাদ্য-ঔষধ জব্দ

প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ২:১৫

নাটোরে অবৈধ কারখানায় অভিযান: মাছের খাদ্য-ঔষধ জব্দ

নাটোর প্রতিনিধি : নাটোরে আলফা বায়ো টেকনোলজি বিডি লিমিটেড নামে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ মাছের খাদ্য ও ঔষধ জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেনের উপস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে কারখানায় অভিযান চালায়। এসময় বিদেশ থেকে আমদানি করা ১৭ ধরনের ঔষধ জব্দ করা হয়। জব্দ করা ঔষধ ও খাদ্য ও সরঞ্জামের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করছে মৎস্য বিভাগ।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে উচ্ছ্বাসে পরিপূর্ণ ইদ আনন্দ

স্থানীয়রা জানান, গোপলগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের রিপন বিশ্বাস বাড়িটি ভাড়া নিয়ে এই মাছের ঔষধ বাজারজাত করছেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বিদেশ থেকে আমাদানি করা এই মাছের ঔষধের কোনো কাগজপত্র নেই। পাশাপাশি আলফা বায়োটেকলজি নামের এই প্রতিষ্ঠাননের অনুমতি নেই। এখান থেকে মাছের এই ঔষধগুলো তাদের নামে প্যাকেট করে বাজারজাত করা হতো।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, আমদানি করা এই ঔষধগুলো মানসম্মত কি না তা নিশ্চিত হতে ১৭টি ঔষধের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিষ্ঠানটির মালিক রিপন বিশ্বাসকে ফোন করে ডাকা হলেও তিনি কারখানায় আসেননি। ঔষধগুলো জব্দ করার পাশাপাশি মৎস্য বিভাগের পক্ষ থেকে নাটোর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675