• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে গাঁজা বিক্রি করতেন তারা

প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ৩:৪০

সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে গাঁজা বিক্রি করতেন তারা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিকের কার্ড ঝুলিয়ে যাওয়ার সময় গাঁজাসহ দুই নারীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। গলায় দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির কার্ড ঝুলিয়ে মাদক নিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে আটক হন তারা। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

গত সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  ৫ম বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে স্বামী খুন

আটকরা হলেন – বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম ও বাগেরহাটের কচুয়া থানার মো. সোহাগের স্ত্রী মারিয়া বেগম।

আটকদের মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে মাদকের চালান ভাঙ্গায় ঢুকবে। এজন্য সন্ধ্যার পর থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। পরে রাত ৯টার দিকে সাদা একটি মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি পুলিশের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে ভাঙ্গার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। এসময় গাড়ির চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৬ প্যাকেট থেকে ১৫ কেজি গাজা, ৩টি মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

ওসি আরো জানায়, গাড়িটি তল্লাশির সময় আটক দুই নারী পুলিশের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভুয়া সাংবাদিক স্বীকার করে। তারা ঢাকার সাইনবোর্ড থেকে ১৫ কেজি গাঁজা নিয়ে ভাঙ্গায় নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675