চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যেরর মাধ্যমে ৪২ লাখ টাকা আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলের পরিচয়ে আধিপত্য বিস্তারসহ শিক্ষার পরিবেশ বিনষ্ট, ৩য় শ্রেণীর কর্মচারী দ্বারা জৈষ্ঠ শিক্ষক এবং কর্মচারীদের লাঞ্ছিতের প্রতিবাদে প্রধান শিক্ষক আসগার আলীর পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এলাকাবাসী, শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের ব্যানারে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনু্ষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আসমা খাতুন, স্থানীয় বাসিন্দা মাসুদ রানা পাইলট, পরিচ্ছন্নতাকর্মী নাসির উদ্দীন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল করিম, ১০ম শ্রেনীর ছাত্রী বানিসা ও ৯ম শ্রেণির ছাত্র রয়েল আলীসহ অন্যরা। এছাড়া এলাকাবাসী, ছাত্র-ছাত্রী কর্মচারী ও অভিভাবকরা মানববন্ধনে অংশ নেয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা- প্রধান শিক্ষক আসগার আলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি।প্রধান শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা। এদিকে প্রধান শিক্ষক আসগার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।