অনলাইন ডেস্ক : ঢাকা ক্যাপিটালসের জার্সিতে চলতি বিপিএলে ব্যাট হাতে ছড়ি ঘুরাচ্ছেন তানজিদ হাসান তামিম। নিজেদের শেষ ম্যাচে আজ (বুধবার) চিটাগং কিংসের বিপক্ষে তিনি ব্যাট হাতে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেছেন। দারুণ এই ইনিংসের পর দলের জয় তৃপ্তি আরও বাড়িয়েছে তানজিদ তামিমের। তবে সেঞ্চুরি না পেলেও তরুণ এই ওপেনারের কোনো আক্ষেপ নেই।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘(সেঞ্চুরি পাওয়া যেত কি না) এমন কিছু মনে হয়নি। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো হতেও পারত এটা। এটা আমার হাতে নাই। ইনিংসটা শেষ করতে পেরেছি, ভালো লাগছে নিজের কাছে।’
নিজের ব্যাটিং পরিকল্পনা খোলাসা করে তামিম বলেন, ‘অবশ্যই উপভোগ করেছি। চেষ্টা করেছি নিজেকে কিছুটা সময় দেওয়ার। আমি আর দাদা (লিটন দাস) মিলে চিন্তা করেছি নিজেদের সময় দিলে পরে কাভার করতে পারব। সেইম প্ল্যানেই আগাইছি, পানিশ করেছি বাজে বল।’
এবারের আসরে ২৯ ছক্কা মেরেছেন তামিম। যা বাংলাদেশি কোনো ক্রিকেটারের বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। তার সামনে আছেন কেবল ক্রিস গেইল। ক্যারিবীয় এই কিংবদন্তির ৪৭ ছক্কার রেকর্ড ভাঙা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি কখনও এভাবে চিন্তা করি না। সামনে ২ ম্যাচ আছে। কীভাবে ভালোভাবে শেষ করা যায় সেটাই চিন্তা করতেছি সবাই। হয়েও যেতে পারে, কিন্তু নরমাল যে প্ল্যানে খেলি সেভাবেই খেলার চেষ্টা করব।’
বিপিএল শেষেই জাতীয় দলের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে হবে তামিমকে। তার জন্যও কিছু প্রস্তুতি বিপিএলেই সেরে রাখছেন এই টাইগার ওপেনার, ‘ওটা ভিন্ন ফরম্যাট। এখানে যেমন পাওয়ার প্লেতে খুব দ্রুত রান তুলতে হয়। সেখানে হয়তো একটু বেশি সময় পাওয়া যায়। তো আমি চেষ্টা করছি পাওয়ার প্লেতে খেললেও নিজেকে কিছুটা সময় দেওয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যখন খেলব নিজেকে কিছুটা সময় দিয়ে খেলতে পারলে নিজের জন্য ভালো।’