• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে ভূমিদস্যুদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ ৩:৩৯

নগরীতে ভূমিদস্যুদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : নগরীর উপশহর দড়িখড়বোনা এলাকার অবসর প্রাপ্ত সেনা সদস্যর উপর পরিকল্পিত ভাবে ডেকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত করে ও জবাই করার হুমকির ঘটনায় ভূমিদস্যু সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন এলাকাবাসী ও অবসর প্রাপ্ত সেনাসদস্যদের সংগঠন।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়েতে বগি ঘাটতি ২০টি ট্রেন কম ৩২ বগি

মানববন্ধনে হামলার শিকার উপশহর ডাইন হল এলাকার কর্পোরাল (অবসর প্রাপ্ত) সাইফুল ইসলামের স্ত্রী মুক্তা ইসলাম বলেন, গত জানুয়ারী জমির কাগজ দেখবে বলে বাড়ী হতে ডেকে নিয়ে একই এলাকার ভূমিদস্যু পিটার, বাবু, মুরাদ মিস্ত্রী, জিতু, মুন্টু ও মুন্টুর জামায় জিকুসহ আরো অজ্ঞাত ২০-২৫ জন সন্ত্রাসী ও ভূমিদস্যু গ্রুপ হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এই হামলায় আমার স্বামীর একটি কানের পর্দা ফাটিয়ে দিয়েছে যা চিরতরে আর শুনতে পাবে না। এছাড়াও মাথায় আঘাত করে মাথার হাড্ডি ভেঙে দিয়েছে। তাদের হুমকিতে আমরা এখনো নিরাপত্তা হিনতায় ভুগছি। তাদের নামে মামলা করা হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরছে না। এদের মধ্যে একজন জামিনেও এসেছে। তারা অব্যাহত হুমকি দিয়ে বলছে তাদের মেরে ফেললে কিছু হয়। তারা এভাবেই বিভিন্ন জনের জমি দখল করে বিল্ডিং তৈরী করে বিক্রি করে দেয়। আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ  টিসিবির কার্ড নিয়ে পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : মহাসড়ক অবরোধ

মানববন্ধনে অংশগ্রহণ করা অবসর প্রাপ্ত সেনাসদ্যরা বলেন, আমাদের সহকর্মীর উপর যে হামলা হয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি। নইলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে তার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনানের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675