ঢাকাThursday , 23 January 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নয় দফা দাবিতে জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

subadmin
January 23, 2025 7:12 pm
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি : নয় দফা দাবিতে জয়পুরহাটে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচী করা হয়েছে।

এসময় তারা শহরের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। এরপর শহরের প্রধান সড়ক হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখান থেকে জয়পুরহাট আইনজীবী সমিতি ভবন চত্ত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন।

এ কর্মসূচীতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের প্রতিনিধি কে এম সাজিন, নিয়ামুর রহমান নিবিড়, এহসানুল নাহিদ, সুলতানুল আরেফিন রিমু প্রমুখ।

নয় দফা দাবি তুলে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বাহিরে ঘোরাফেরা করলেও পুলিশ নিরব রয়েছে। আওয়ামী দোসরদের সাথে পুলিশ সখ্যতা গড়ে তুলেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। আন্দোলনের সময় ডিবি ওসি ও ডিআইও-১ এর দায়িত্ব পালন করা দুই পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় না এনে তাদের পদোন্নতি দিয়ে সদর ও পাঁচবিবি ওসি করার হয়েছে। অতিদ্রুত সময়ে তাদের শাস্তির আওতায় আনাসহ আওয়ামী লীগের জামিনকৃত আসামিদের দ্রুত বিচারের ব্যবস্থা করার জানিয়েছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।