• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মক্কা-রিয়াদে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্কবার্তা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ ৮:৫৭

মক্কা-রিয়াদে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক : চলতি বছর মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে নজিরবিহীন ঠান্ডা পড়েছে; এর মধ্যেই রাজধানী রিয়াদ, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র শহর মক্কাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড় ও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার এক বিজ্ঞপ্তিতে সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে আগামী সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত থেকে মক্কা, রিয়াদ, জাজান, আসির এবং দক্ষিন পশ্চিমাঞ্চলীয় আল বাহা এলাকায় ঝড়, শিলাবৃষ্টি ও বজ্র-বিদ্যুৎসহ ভারী বর্ষণ ঘটবে।

আরও পড়ুনঃ  ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

একই সময়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, আল জাওয়াফ, হা’ইল, মদিনা, আল কাসিম এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ ঘটতে পারে বলে উল্লেখ করা হয়েছে এনসিএমের পূর্বাভাসে।

আরও পড়ুনঃ  টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকায় নিহত ২০, বিদ্যুৎহীন ২.৫ লাখ বাড়ি

এদিকে সম্ভাব্য এ বৈরী আবহাওয়া পরিস্থিতিতে নাগরিক ও বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির বেসমারিক প্রতিরক্ষা বাহিনী। ঝড়-বৃষ্টির সময়ে নাগরিকদের নিরাপদ স্থানে থাকতে এবং নিচু এলাকা, অর্থাৎ যেসব জায়গায় পানি জমতে পারে— সেসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

এছাড়া জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্যও নাগরিক ও বাসিন্দাদের আহ্বানও জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675