• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘চট্টগ্রামের চেয়ে ঢাকা-সিলেটের উইকেট বেশি ভালো ছিল’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ ৯:২২

‘চট্টগ্রামের চেয়ে ঢাকা-সিলেটের উইকেট বেশি ভালো ছিল’

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সবচেয়ে বেশি রান হচ্ছে এবারের আসরে। তবে ঢাকা ও সিলেট পর্বের চেয়ে কিছুটা কম রান হচ্ছে চট্টগ্রামে। এর কারণ হিসেবে উইকেটকেই দায়ী করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।

চট্টগ্রামের উইকেট নিয়ে সোহান বলেন, ‘মিরপুর বা সিলেটের উইকেট চট্টগ্রামের চেয়ে ভালো ছিল। এ কারণেই হাই স্কোরিং ম্যাচ হয়েছে। এখানেও উইকেট ভালো, ঠিকঠাক।’

আরও পড়ুনঃ  জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ওপেনার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে স্টেডিয়ামের বাউন্ডারির দৈর্ঘ্যে পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বা অন্যান্য আসরে যতটা লম্বা ছিল সীমানা, এবার তার থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে ব্যাটাররা বাড়তি সুবিধা পচ্ছেন। সোহানের চাওয়া, আদর্শ মাপই থাকুক বাউন্ডারির।

আরও পড়ুনঃ  নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি : শান্ত

তিনি বলেন, ‘যে বাউন্ডারির মাপ স্ট্যান্ডার্ড ওটাই থাকা উচিৎ। যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, আউট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এটাই স্বাভাবিক।’

নিজের ব্যাটিং নিয়ে সোহান বলেন, ‘এটা ওরকম কিছু না। সবসময় দলের জন্য কন্ট্রিবিউট করতে চাই। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। চেষ্টা করব পুরো টুর্নামেন্ট জুড়েই যেন করতে পারি। বেশি রান করার চেয়ে দলের জন্য কোন রান কাজে লাগছে, জয়ে কাজে লাগছে এটা বেশি জরুরী। ভবিষ্যতে আরও উন্নতি করে আরও ভালো করার চেষ্টা করব।’

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675