ঢাকাThursday , 23 January 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

অপমানের বিষয়ে মুখ খুললেন মনীষা

subadmin
January 23, 2025 9:52 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : নব্বইয়ের দশকে কিছু মন ছুঁয়ে যাওয়া সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। এদিকে ৫৪ বছর বয়সেও পরিচালক সঞ্জয় লীলা বানসালির সিরিজ ‘হীরামান্ডি’-তে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। তিনি মল্লিকাজানের চরিত্রে প্রচুর প্রশংসিত হয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বয়সের কারণে মনীষাকে বলিউডে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও কখনও কটূক্তির স্বীকারও হতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, অভিনেত্রীকে কীভাবে বিভিন্ন জায়গায় বয়সের কারণে অপমানিত করা হয়েছিল সেই ঘটনার কথা বলেন।

মনীষা সাক্ষাৎকারে জানান, ৫০ পেরিয়ে যাওয়া অভিনেত্রীদের সম্পর্কে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। এমনকি, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরাও তাকে নিয়ে কী ধরনের মন্তব্য করেছেন সে কথা বলেন। মনীষার মতে, বয়সের কারণে তাকে অনেক মিটিং থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এগুলো একটা নির্দিষ্ট বয়সের মানুষের জন্য।

অভিনেত্রী বলেন, ‘আমাদেরকে পথপ্রদর্শক হতে হবে পুরো বিশ্বকে এবং নিজেদেরকে দেখানোর জন্য যে ৫০ বছর পরেও আমরা কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে পারি। আমরা এখনও অন্য ভাবে জীবনযাপন করতে পারি।’

তার কথায়, ‘আমরা যা কাজ জানি তাতে আমরা এখনও অনেকের থেকে ভালো কাজ করতে পারি। আমরা এখনও খুব সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি। যতদিন বেঁচে আছি ততদিন কাজ করে সুস্থ থাকতে চাই। আমি সুন্দর দেখতে থাকবো এটাই আমার লক্ষ্য।’

মনীষা বলেন, ‘তবে নারীরা খুব স্ট্রং ভূমিকায় অভিনয় করতে পারেন। আমার আগে অনেক অভিনেত্রী এটা করেছেন এবং আমিও সেটা করতে চাই। আমি একজন শিল্পী হিসেবেই এগিয়ে যেতে চাই। বয়স শুধু একটি সংখ্যা মাত্র এবং এটি আমাকে থামাতে পারবে না। কাউকে আটকানো উচিত নয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।