স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট পৌর শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (২৩ শে জানুয়ারি) বিকালে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের আহবায়ক শফিউল আলম সুইট এর সভাপতিত্বে ও সাদ্দাম হোসেন ডলার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌর সাবেক মেয়র মুকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, কাদের মোল্লা, উপজেলা সদস্য সচিব শাহিন আকতার সামসুজ্জোহা, অধ্যাপক কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, মাহাবুব আলম বুলবুল,পৌর যুবদলের আহবায়ক শাহিন আকতার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।