পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়া রাজবাড়ীতে শিক্ষা সফরে আসা পর্যটকের উপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
রাজশাহী জেলার অন্যতম পর্যটন কেন্দ্র পুঠিয়া উপজেলার সংলগ্ন পুঠিয়া রাজবাড়ি এলাকায় অটো রিক্সা চালক উপজেলার কান্দ্রা গ্রামের খায়েরদ্দিনের ছেলে মাসুম ও স্থানীয় বখাটে ছেলেরা মিলে এই হামলা চালায়।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২ টার দিকে পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়ার রাজবাড়িতে শিক্ষা সফরে আসেন গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার, সদরগঞ্জ এলাকার, গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা।
শিক্ষা সফরে আসা ছাত্র-ছাত্রীরা বাস থেকে নামার সময় একটি অটো রিক্সার সঙ্গে এক শিক্ষকের ধাক্কা লাগে। ভুক্তভোগী শিক্ষক অটো রিক্সা চালককে দেখে শুনে চালাতে বললে অটো রিক্সা চালক ক্ষুব্ধ হয়ে শিক্ষককে গালিগালাজ করেন।
অটো রিক্সা চালকের গালিগালাজ এর প্রতিবাদ করেন উপস্থিত ছাত্র-ছাত্রীরা। এতে দুই পক্ষের মাঝে কিছু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অটো রিক্সা চালক স্থানীয় বখাটেদের সহযোগিতা নিয়ে শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করেন এতে শিক্ষকসহ আহত হন ৭ জন।
পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান এবং ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন। ৩ জন গুরুত্ব আহত হলে তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থলটি পরিদর্শন করেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।