• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফরিদপুর সদরের গুচ্ছগ্রামে ডাকাতদের হানা, গণপিটুনিতে একজন নিহত

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৫:২৫

ফরিদপুর সদরের গুচ্ছগ্রামে ডাকাতদের হানা, গণপিটুনিতে একজন নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গুচ্ছগ্রামে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এ সময় এলাকাবাসী এক ডাকাত সদস্যকে ধরে পিটুনি দেওয়ায় আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এলাকাবাসী ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি রাইফেল, একটি পিস্তল ও একটি রামদা উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী ডাঙ্গী গ্রামের গুচ্ছ গ্রাম এলাকায়।

আরও পড়ুনঃ  ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অস্ত্র নিয়ে ওই গুচ্ছগ্রামে হানা দেয় সাত-আটজনের একটি ডাকাত দল। তারা বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গেলে সঙ্ঘবদ্ধভাবে এলাকার গদাধর ডাঙ্গী জামে মসজিদের মাইক থেকে মাইকিং করে লোক জড়ো করে ডাকাতদের ওপর আক্রমণ চালায়। এ সময় মিরান খা (৩৪) নামে এক সদস্যকে ধরে ফেলতে সক্ষম হন তারা। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  একুশ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয় : প্রধান উপদেষ্টা

এলাকাবাসী জানান, মিরন খার বাড়ি একই ইউনিয়নের পূর্ব সাদীপুর সেতুর কাছে। সে একজন দাগি ডাকাত বলে এলাকায় পরিচিত।

এলাকার বাসিন্দারা বলেন, রাতে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশকে খবর দেওয়া হয়। তবে কুয়াশার কারণে রাত্রে পুলিশ ঘটনাস্থলে আসেনি। ভোরের দিকে মিরান খার আত্মীয়-স্বজন এসে আহত অবস্থায় তাকে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ  আবরার ফাহাদের হত্যাকারী জেমির পলায়ন, মধ্যরাতে উত্তাল বুয়েট

ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার ফায়েকুজ্জামান বলেন, আজ ভোর ৬টার দিকে মিরান খাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তি আহত হয়। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের পরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675