• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দেয়ালে ‘জয় বাংলা’ লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল যুবদল নেতা

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৭:৪৮

দেয়ালে ‘জয় বাংলা’ লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল যুবদল নেতা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্থা’ লেখায় জনি (২৩) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। এসময় স্থানীয়রাও যুবদল নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকায় এ ঘটনা ঘটে। জনি শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজ রোড এলকার মৃত শরিফুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সবুজ জানান, গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেয়ালে, পুন্যতলা, বনমরিচা বটতালার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা, শেখ হাসিনাতেই আস্থা’ এসব লেখা দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা হয়। পরে আমরা দেয়ালের লেখা মুছে ফেলতে নিলে শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি জান্নাতের ছোট ভাই ও কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য জনি মোবাইলে আমাদের জানায় দেয়ালের লেখা মুছে ফেললে আবারও লেখা হবে। এতে আমরা বুঝতে পারি জনিই এই স্লোগান গুলো লিখেছে। তখন আমরা তাকে খুঁজে বনমরিচা এলাকা থেকে আটক করলে জনি লেখার কথা স্বীকার করে এবং তার সঙ্গে লালন, সাগর নামে আরো দুজন জড়িত থাকার কথা স্বীকার করে। পরে জনিকে পুলিশে সোপর্দ করি।

আরও পড়ুনঃ  আঞ্চলিক ভাষা ব্যবহার না করলে তা বিলুপ্ত হবে : বিভাগীয় কমিশনার

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আটক জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলেও তার দোসররা এখনও বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে দেয়ালে লেখা, গাড়িতে পোষ্টার লাগাচ্ছে। গত ৭দিন আগে শেরুয়া বটতলা এলাকায় শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির গাড়ীতে একটি পোষ্টার দুর্বৃত্তরা লাগিয়েছে। সেখানে লেখা ছিল ‘আইয়ুব, বদি, সাইফুল মৃত্যুর জন্য প্রস্তুত হও’ এই নামগুলো স্থানীয় বিএনপি নেতাদের।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675