• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিভীষিকাময় সে রাতের বর্ণনা দিলেন সাইফ

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৯:২২

বিভীষিকাময় সে রাতের বর্ণনা দিলেন সাইফ

অনলাইন ডেস্ক : হামলার ঘটনায় বিভীষিকাময় সে রাতের বর্ণনা দিয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সে দিন মধ্যরাতে বাড়ির ভিতর ঠিক কী কী হয়েছিল তা বান্দ্রা থানার পুলিশের কাছে বর্ণনা করেছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সাইফ তার বয়ানে জানিয়েছেন হামলাকারীকে পিছনে থেকে চেপে ধরেছিলেন তিনি। এ সময় নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল আততায়ী। আর তা করতে গিয়ে সে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে অভিনেতাকে।

আরও পড়ুনঃ  জড়িয়ে ধরেছেন যুবক, পার্নোর জীবনে নতুন প্রেম!

অভিনেতা জানিয়েছেন, পরিবারের সদস্যরা এবং গৃহপরিচারিকা সে দিন রাতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন । জেহর চিৎকার শুনে তিনি প্রথম নীচ তলায় নেমে আসেন। এসে দেখেন, ছেলের ন্যানি ইলিয়াম ফিলিপের সঙ্গে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ধস্তাধস্তি হচ্ছে। দ্রুত তাকে বাঁচাতে পেছন থেকে আততায়ীকে চেপে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

সাইফের কথায়, ‘আমার শরীর থেকে এত রক্ত বেরোতে দেখে কারিনা ও আমার ছেলেরা ভয় পেয়ে গিয়েছিল। ওরা আমায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।’

অভিনেতা বলেন, ‘জেহর চিৎকার শুনে আমরা নিচে নেমে আসি। নিচের তলার ঘরে আমার দুই ছেলে থাকে। সঙ্গে থাকেন ওদের ন্যানি ও পরিচারিকারা। নিচে গিয়ে দেখলাম ছেলের ন্যানির সঙ্গে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ধস্তাধস্তি হচ্ছে। তার হাতে ধারালো ছুরি ছিল। বিপদ বুঝতে পেরে আমি পিছন থেকে লোকটিকে চেপে ধরি।’

আরও পড়ুনঃ  ‘শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ’

সাইফের ভাষ্য, ‘সে সময়েই আমায় আঘাত করা হয়। পিঠে, গলায় এবং হাতে ছুরি মারা হয়। গ্রিপ আলগা হলেও আততায়ী আমার হাতের নাগাল থেকে বের হতে পারেনি। কোনোমতে আমি ওকে একটি ঘরে বন্ধ করে দিই।’

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675