অনলাইন ডেস্ক : ফুটবল ও ক্রিকেটের বাইরে বাংলাদেশের অন্যান্য খেলার অ্যাথলেটরা নানা সংকটে ভোগেন। আর্থিক সম্মানীর অঙ্ক তো কম থাকেই; ভালো খেলতে প্রয়োজনীয় উন্নত সরঞ্জামসহ আরও সুযোগ-সুবিধা তাদের অনেকেই পান না। দেশের টেবিল টেনিস (টিটি) তারকা জাভেদ আহমেদ সেদিক থেকে একটু সৌভাগ্যবান–ই বটে।
গত সপ্তাহে জাভেদকে স্পন্সর করেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার টিটি তারকার পাশে এসেছে সফটওয়্যার কোম্পানি ‘সেলিস’। জাভেদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় সারা বছর টেবিল টেনিস খেলায় ব্যবহৃত বল, র্যাকেট, স্যু, নেট, টেবিলসহ নানা খেলার সরঞ্জাম পাবেন জাভেদ। এই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীর মতো চাকরির ভাতাসহ অন্যান্য সুবিধাও তাকে দেওয়া হবে।
দেশে টিটির পুরুষ এককে বর্তমানে র্যাঙ্কিংয়ের চারে আছেন জাভেদ। দুই সপ্তাহের মধ্যে দুই স্পন্সর পেয়ে তিনি বেশ খুশি, ‘সরকার ও ফেডারেশন থেকে সেভাবে সুযোগ-সুবিধা পাই না। এমন স্পন্সর পেয়ে আমার ক্যারিয়ারটা আরও লম্বা করতে পারব।’
স্পন্সর প্রতিষ্ঠান সেলিসের কর্মকর্তা রেদোয়ান আহমেদ বলেন, ‘সেলিস সবসময়ই বিশ্বাস করে যে খেলাধুলা শৃঙ্খলা, দলীয় কাজ এবং আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিশ্বাসের প্রতিফলন হিসেবে সেলিস গর্বের সঙ্গে ঘোষণা করছে যে তারা জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন জাভেদ আহমেদকে স্পন্সর করছে। এই অংশীদারত্বের মাধ্যমে জাভেদের উচ্চ সাফল্য কামনা করছে সেলিস।’