মোহা: আসলাম আলী, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ি শিক্ষাবিদ ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মোমিন এর পক্ষ থেকে দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। ২৫ জানুয়ারি বিকেলে নিজ গ্রাম বাঘা পৌরসভা ৪ নং ওয়ার্ড নারায়ণপুর এ শীতবস্ত্র/কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা পৌর শাখার আমীর অধ্যাপক সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাঘা উপজেলা শাখার রিক্সা-ভ্যান শ্রমিক সভাপতি রবিউল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী,৪ নং ওয়ার্ড, সভাপতি শামীম আহমেদ, বাংলাদেশ ইসালামী ছাত্রী সংস্থা রাজশাহী কলেজের সেক্রেটারি মাহমুদা বিনতে মমিন,মমতাজ বেগম, শাহাদত হোসাইন, ইবাদত হোসেন, হাফেজ মুনছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষকক আশরাফুল ইসলাম।