ঢাকাSaturday , 25 January 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

মিসর-ইসরায়েল ব্যতীত সব দেশে সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

subadmin
January 25, 2025 10:39 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্বের বৃহত্তম দাতা দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র নিজের দুই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং মিসর ব্যতীত অন্য সব দেশে সহায়তা প্রদান স্থগিত করেছে। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে রুবিও বলেন, “আপাতত জরুরি খাদ্য সহায়তা এবং মিসর ও ইসরায়েলকে সামরিক সহায়তা প্রাদন করার ছাড়া আর কোনো দেশে এবং বৈশ্বিক কোনো খাতে অর্থ সহায়তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত প্রশাসনের আমলে যেসব সহায়তা প্রদান করা হয়েছিল, এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

যাচাই শেষ হতে অন্তত ৮৫ দিন লাগবে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্বের বিভিন্ন দেশের অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য ও সামরিক খাতের জন্য বড় একটি আঘাত। বিশেষ করে ইউক্রেনের জন্য, যে দেশটি রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বিগত বাইডেন প্রশাসনের কাছ থেকে শত শত কোটি ডলারের সামরিক ও বাজেট সহায়তা পেয়েছে।

এছাড়া এ সিদ্ধান্তের ফলে গুরুতর ঝুঁকিতে পড়েছে মার্কিন সরকারের অধীন বৈশ্বিক কল্যাণমূলক সংস্থা প্রেসিডেন্ট’স ইমারজেন্সি রিলিফ ফর এইডস রিলিফ (পেপফার)। এই সংস্থাটি এইডস রোগের উচ্চতর গবেষণা এবং বিশেষ করে আফ্রিকার এইডসপীড়িত দেশগুলোতে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা উপকরণ সরবরাহের জন্য নিবেদিত ছিল। ২০০৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই সংস্থাটি উদ্বোধন করেছিলেন।

এছাড়াও এই পদক্ষেপের সুদূরপ্রসারী প্রভাব পড়চেব পুরো বিশ্বজুড়ে। কারণ যদিও ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলভুক্ত দেশ নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং এশিয়ার উন্নত দেশ জাপান প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর অর্থসহায়তা দিয়ে থাকে, কিন্তু এখনও সহায়তা প্রদানের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে বিশ্বজুড়ে উন্নয়ন সহায়তা বাবদ ৬ হাজার ৪০০ কোটি ডলার সহায়তা প্রদান করেছে দেশটি।

এই বিপুল পরিমাণ অর্থসহায়তা প্রদানের একটি বড় কারণ হলো— ওয়াশিংটন বরাবরই অর্থসহায়তা প্রদানকে তার পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করে।

গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। এসব আদেশের মধ্যে বিদেশি সহায়তা প্রদান স্থগিত বিষয়ক একটি আদেশও ছিল।

পররাষ্ট্র মন্ত্রী হওয়ার আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য ছিলেন মার্কো রুবিও। সিনেট সদস্য থাকাকালে একাধিকবার তিনি বিদেশে সহায়তা প্রদান অব্যাহত শুক্রবারের বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে রুবিও বলেন, “বিগত প্রশাসনের আমলে যেসব বিদেশি সহায়তা দেওয়া হয়েছিল এবং দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল, সেগুলোর সব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না— যা পরীক্ষা না করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া অসম্ভব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।