• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নোমান

প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ১১:০৪

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নোমান

অনলাইন ডেস্ক : মুলতান টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন নোমান আলী। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। আর পাকিস্তানের হয়ে টেস্ট হ্যাটট্রিক করা পঞ্চম বোলার নোমান।

আরো একটা দিক থেকে নোমানের এই হ্যাটট্রিক পাকিস্তানের ক্রিকেটে প্রথম। দেশটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। এমনকি টেস্ট ইতিহাসেই তার চেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের কীর্তি আছে কেবল একজনের।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রাঙ্গানা হেরাথ হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর ১৩৯ দিন বয়সে। আজ নোমান যখন হ্যাটট্রিক করলেন, তখন তার বয়স ৩৮ বছর ১১০ দিন।

নোমান আক্রমণে আসার পর শিকার ধরতে বেশি সময় নেননি। তার দ্বিতীয় ওভারে আউট হন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। পরের ওভারে আলিক আথানেজকে শূন্যতে বিদায় করেন সাজিদ।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন নোমান। তিনি প্রথম উইকেটের দেখা পান তার তৃতীয় ওভারে, আর ইনিংসের ১১তম ওভারে। নোমানের প্রথম বলে গালিতে ক্যাচ দেন এক রান করা জাস্টিন গ্রেভস। পরের বলে সুইপের চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি টেভিন ইমলাখ। লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ব্যাটার।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না স্বাগতিক পাকিস্তান

আর তৃতীয় বলে গালিতে বাবর আজমের হাতে ক্যাচ দেন সিনক্লিয়ার। গোল্ডেন ডাক খাওয়া এই ব্যাটারকে দিয়েই হ্যাটট্রিক পূরণ করেন নোমান।

এরপর ইনিংসে আরো ৩ উইকেট পেয়েছেন নোমান। সবমিলিয়ে ৪১ রানে ৬ উইকেট শিকার করেছেন এই অভিজ্ঞ স্পিনার। তিনি মোট বোলিং করেছেন ১৫.১ ওভার।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675