• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৫

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকার সাবের আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৫) ও মৃত তুমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০)। দুর্ঘটনায় রায়হান আলী (৩৫) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর বাড়িও একই এলাকায়। বাবার নাম লুৎফর রহমান।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে এক মোটরসাইকেলের এই তিন আরোহী রাজশাহীর দিক থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। কসাইপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাদিকুল ইসলাম মারা যান।

আরও পড়ুনঃ  পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি টাকা টোল আদায়

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুত্বর আহত রাজ্জাক আলী ও রায়হান আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাজ্জাকের মৃত্যু হয়। আহত রায়হানের চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে ত্রাণের দ্বিতীয় মিশন পাঠালো বাংলাদেশ

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে নিহতদের স্বজনেরা আইনগত পদক্ষেপ নিতে চাচ্ছেন না। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ চাচ্ছেন। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।#

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675