• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপিএল দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারছেন আফগান তারকা

প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ১১:০৯

বিপিএল দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারছেন আফগান তারকা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি। টি-টোয়েন্টি ফরম্যাট হলেও বিপিএল দিয়ে তিনি আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ (শনিবার) এমনটাই বলছিলেন নবি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই আফগান অলরাউন্ডারের ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের কথা রয়েছে।

টি-টোয়েন্টির মাঝেই ভিন্ন ফরম্যাটের প্রস্তুতি প্রসঙ্গে নবি জানান, ‘এটা পুরো ভিন্ন এক কন্ডিশন। তবে এখন ফোকাস বিপিএলে। এখান থেকে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবব। তবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। শরীর, মন ও ফিটনেস যেন ঠিক থাকে। পরবর্তী টুর্নামেন্টের ফরম্যাটটা ওয়ানডে। ১০০ ওভারের ম্যাচ নিয়েও ভাবতে হচ্ছে। এ কারণে ফিটনেস নিয়ে বেশি কাজ করছি। বাংলাদেশে লম্বা সময় ব্যাটিং-বোলিং করছি, যা সামনে কাজে লাগবে।’

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না স্বাগতিক পাকিস্তান

একসঙ্গে নিজেকের দুই ফরম্যাটের জন্যই প্রস্তুত করছেন মোহাম্মদ নবি, ‘এটা পুরোটাই মানসিকতার ব্যাপার। ওই যে বললাম, নিজের শরীরকে ওয়ানডের জন্য তৈরি করছি। জিম করছি, প্র্যাকটিস করছি, লম্বা সময় ধরে ব্যাটিং-বোলিং করছি। যাতে বিপিএলের প্রস্তুতিও হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিরও হয়। প্রথম লক্ষ্য বিপিএল, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি।’

আরও পড়ুনঃ  জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ওপেনার

এবারের বিপিএল খেলতে আসার সময় ছেলেকেও সঙ্গে করে নিয়ে এসেছেন নবি। দেশে ফেরার আগে এখানকার সময়টা সে উপভোগ করছে বলেও জানান তিনি, ‘ও বাংলাদেশ খুব উপভোগ করছে। আমার সঙ্গে নিয়মিত অনুশীলনেও আসছে। সে এক সপ্তাহের জন্য এসেছিল। ঘরে ফিরে গেছে, স্কুলে যাচ্ছে। বাংলাদেশে বেশ উপভোগ করেছে সে। শারজায় একটা একাডেমিতেও যায়। ক্রিকেটটা ভালোবাসে।’

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় রদবদল

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর অনুষ্ঠিত হবে। পাকিস্তানের তিনটি (লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি) এবং দুবাইয়ের (কেবল ভারতের ম্যাচ) একটি ভেন্যুতে এই লড়াইয়ে নামবে ৮টি দেশ। আইসিসির এই মেগা টুর্নামেন্টে আয়োজক পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675