ঢাকাSunday , 26 January 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

subadmin
January 26, 2025 6:01 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ঢাকা ও পাবনামুখী যানবাহন আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করা হয়। পৌনে তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ে ভাড়া নেওয়া একাডেমিক ভবন-৩ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ আট বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য একটি ইট স্থাপন করা হয়নি। ইতিমধ্যে দুটি ব্যাচ নিজস্ব ক্যাম্পাসে অবস্থান না করার অতৃপ্তি নিয়েই শিক্ষাজীবন সমাপ্ত করেছেন। আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, ক্যাম্পাস না থাকায়। অতি দ্রুত ক্যাম্পাস নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।