• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, শুধু দেশিদের নিয়েই মাঠে রাজশাহী

প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৯:১৩

বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, শুধু দেশিদের নিয়েই মাঠে রাজশাহী

অনলাইন ডেস্ক : শেষ পর্যন্ত বিব্রতকর খবরটিই সত্যি হলো। পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে নামছে দুর্বার রাজশাহী। বিপিএলে ঢাকার ফিরতি পর্বে ম্যাচটি শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিপিএলে মাঠের লড়াই তেমন না জমলেও মাঠের বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলোর একেকটি কর্মকাণ্ডে চরম প্রশ্নবিদ্ধ করছে দেশের ঘরোয়া টুর্নামেন্টটিকে। চলমান আসরে নেতিবাচক খবরে বারবার আলোচনায় উঠে আসছে দুর্বার রাজশাহী। দলটির ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কে একের পর এক যেন ঢেউ লাগছে! যা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

এমন বিতর্ক আর সমালোচনার মাঝেই নতুন করে শোনা যায়, রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলার হুমকির খবর। দুপুর থেকেই এমন খবর ভাসছিল। এর মধ্যে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বিকেলের দিকে মিরপুর মাঠে পৌঁছান দলটির ক্রিকেটাররা। তখনো তাদের সঙ্গে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটার।

বিপিএলের বাইলজ অনুযায়ী, একটি ম্যাচে একটি দলের হয়ে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন। সঙ্গে বাধ্যবাধকতা, সর্বনিম্ন দুজন বিদেশি এক ম্যাচে খেলাতেই হবে। তাহলে কিভাবে শুধু দেশিদের নিয়ে খেলবে রাজশাহী? এক্ষেত্রে অবশ্য বিসিবির ‘বিশেষ ব্যবস্থা’য় শুধু দেশিদের নিয়ে খেলার কথা জানা যায়।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

এদিকে, কোনো বিদেশি ক্রিকেটার মাঠে না আসা প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আজ মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।’

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়ে যা বললেন শামি

রাজশাহী একাদশ
সাব্বির হোসেন, জিসান আলম, এনামুল হক বিজয়, ইয়াসির আলী, আকবর আলী, এসএম মেহরুব, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675