মোহা: আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরক মামলার আসামি এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি-২৫) তাকে জেল হাজতে প্ররণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মীর নাম রাসেল আহমেদ (২৯)। সে বাঘা পৌরসভার এলাকার ৭ নং ওয়ার্ড চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ জানয়, রাসেল আহমেদ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বসত বাড়িতে ককটেল বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী। ফকরুল হাসান পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের কেশবপুর গ্রামে তার বাড়ি। গত শনিবার উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে তার গ্রেফতারে উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান আসাদ বলেন, তার বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি-২৫ আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বসত বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।