• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমাদের মধ্যে কিছু বেঈমান আছে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে : শামা ওবায়েদ

প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ ৮:১৪

আমাদের মধ্যে কিছু বেঈমান আছে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, একটি পরিবার বিগত ১৭ বছর যে পরিমাণ দুর্নীতি করেছে, তা দিয়ে পাঁচটি পদ্মা সেতু তৈরি করা যেত।

তিনি বলেন, আমাদের মধ্যে কিছু বেঈমান আছে, যারা গুটিবাজি করে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ শাকপালদিয়া গ্রামের মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।

আরও পড়ুনঃ  রাত থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

তালমা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ‘তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনে এ সমাবেশের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে একটি স্বচ্ছ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গঠন করা হবে।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, যারা দিনে বিএনপি করে, রাতে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে, তাদের থেকে সাবধান থাকবেন। তাদের পেছনে রাখবেন। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বংশালে ফাষ্টফুডের দোকানে নারীসহ দগ্ধ ছয়

বিএনপির ভেতরে থাকা তালমা ইউনিয়নের কিছু লোককে বেঈমান উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে কিছু বেঈমান আছে, যারা গুটিবাজি করে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

শামা ওবায়েদ আরও বলেন, তারেক রহমান দেশ বিনির্মাণে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্যের কথা উল্লেখ রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা উল্লেখ রয়েছে। এতে সত্যিকার জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত সংসদ হবে। কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে প্রকৃত গণতন্ত্র আসবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশ খেলাফত মজলিস নেতার ভাই নিহত

সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি আশরাপ আলী মুন্সী। অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675