হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন শেখ এর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন শেখ শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম ইয়াছিন শেখ এর বাড়ি মাড়িয়া ইউনিয়নের চাম্পাকুড়ি গ্রামে। সে মৃত রহিম উদ্দীন শেখ এর ছেলে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক আত্মীয় স্বজন, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।