স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুর উপজেলা বিএনপি-র সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন “শহীদ জিয়া স্মৃতি সম্মাননা ২৪- এ ভূষিত হওয়ায়” এবং পতিত সরকারের গায়েবী মামলায় কারাবন্দীদের সম্মানে-সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে সোমবার দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাইফুল ইসলাম (মার্শাল),
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য রুকুনুউজ্জামান আলম, মোঃ গোলাম মোস্তফা মামুন, তাজমুলতান টুটুল, সাইদুর রহমান মন্টু।
দূর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়ের হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন দূর্গাপুর পৌর বিএনপি আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, কৃষক দল কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম সোনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান ফারুক সুমন, জেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, যুগ্মআহবায়ক আরেফিন কনক ও মামুন, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক আব্দুর সবুর বুলেট, উপজেলা বিএনপির নেতা জার্জিস হোসেন সোহেল প্রমুখ।