অনলাইন ডেস্ক : আসর থেকে আগেই ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। তাই আজকের ম্যাচটা তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার লড়াই ছিল। তবে দুর্বার রাজশাহীর জন্য এই ম্যাচটা ছিল মহাগুরুত্বপূর্ণ। এমন ম্যাচে দুই বিদেশি নিয়ে খেলতে নেমে বড় জয় পেয়েছে তারা। সর্বশেষ তিন ম্যাচের সবকটাতে জেতায় প্লে অফের আরো কাছাকাছি চলে গেল তাসকিন আহমেদের দল।
সোমবার মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।
১১৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। ২২ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় দুর্বাররা। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন সাব্বির হোসেন। ৫ বল খেলে ডাক খেয়েছেন তিনি। তিনে নেমে ডাক খেয়েছেন এনামুল হক বিজয়ও। আর ইয়াসির আলির ব্যাট থেকে এসেছে ২ রান।
টপ অর্ডার ব্যর্থতার দিনে দলের হাল ধরেন রায়ান বার্ল ও আকবর আলি। ৪৩ রান করে আকবর আউট হলে ভাঙে ৭৫ রানের পঞ্চম উইকেট জুটি। তবে ততক্ষণে জয়ের কাছাকাছি চলে যায় রাজশাহী। বাকি কাজটা মেহেরাবকে সঙ্গে নিয়ে সহজেই সেরেছেন বার্ল। এই রোডেশিয়ান অপরাজিত ছিলেন ৩৪ বলে ৪৮ রান করে।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সিলেট। টপ অর্ডারে জাকির হাসান ছাড়া আর কেউই দাঁড়াতেই পারেননি। সামিউল্লাহ শিনওয়ারি-আরিফুল হকরা ছিলেন একেবারেই ব্যর্থ।
মিডল অর্ডারে জাকের আলি ও আহসান ভাট্টি দলকে টেনে তোলার চেষ্টা করেছেন। তবে কেউই দায়িত্ব নিয়ে এক প্রান্ত আগলে আগলে রেখে খেলতে পারেননি। দুজনই উইকেটে থিতু হয়েও সুবিধা করতে পারেননি। জাকেরের ব্যাট থেকে এসেছে ১৭ রান। আর ভাট্টি করেছেন ২৫ রান। শেষদিকে সুমন খান ১১ বলে ২০ রানের ইনিংস খেললে কোনোরকমে একশ পার হয় দল।