• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘এমন কিছু করছি না যা সমাজের ক্ষতি করছে’

প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ ১০:৫১

‘এমন কিছু করছি না যা সমাজের ক্ষতি করছে’

অনলাইন ডেস্ক : ওপার বাংলার শোবিজে ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বোন দেবশ্রী গাঙ্গুলী। সিরিয়াল থেকে সিনেমা, ওয়েব সিরিজ- সব কিছুতেই তার নজরকাড়া উপস্থিতি। বোনের মতো দেবশ্রীর অভিনয় বেশ প্রশংসিত।

তবে মাঝে মাঝে কিছু বিতর্ক পিছু নেয় তার। এই যেমন অভিনেত্রী মল্লিকা ব্যানার্জির বিয়েতে দেখা মিলেছিল দেবশ্রীর। আর সেখানেই দেখা গেল সিঁথিতে ছোট্ট করে সিঁদুর পরেছেন অভিনেত্রী। সে থেকেই গুঞ্জন তাহলে কি গোপনে বিয়ে সেরেছেন শুভশ্রীর বোন?

আরও পড়ুনঃ  তোমাকে পেয়ে আমরা ধন্য : রাধিকা

এমন গুঞ্জনের জবাবে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন দেবশ্রী গাঙ্গুলী। দেবশ্রীর কথায়, ‘মল্লিকার বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি।’

আরও পড়ুনঃ  হৃদয় খানের তৃতীয় সংসারও টিকলো না

দেবশ্রী বলেন, ‘সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি। আর আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে।’

আরও পড়ুনঃ  ছ্যাঁকা দেওয়া কেবল শুরু, সারাজীবনই দেব: পরীমণি

তবে শুধু দেবশ্রী নয়, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেন। যদিও সেই নিয়ে নানা মত। তবে রেখাও এক সময় জানিয়েছিলেন, তিনি যে ধরনের সাজগোজ করেন তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই, তাই পরেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675