স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একটি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা মো: সুজন ইসলাম গতকাল ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় তার বাড়ির উঠানে অসুস্থ অবস্থায় একটি ঈগল পাখি দেখতে পান। বিষয়টি তিনি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানান।
সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের নির্দেশে এসআই মো: মনিরুল ইসলাম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখিটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।
বন বিভাগের কর্মকর্তা মো: জাহাঙ্গীর কবির থানা থেকে পাখিটি গ্রহণ করেন। তিনি পাখিটির চিকিৎসা ও আইনানুগ কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনে সর্বদা সচেষ্ট বলে জানান কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ।