অনলাইন ডেস্ক : ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) কর্তৃক লিভেবল এ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (লাইকা) প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীতে আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আযীম আহমেদ, এনডিসি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন।
কর্মশালায় প্রকল্পের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জিআইজেডের প্রকল্প উপদেস্টা আকতারুজ্জামান রানা। তিনি জানান, জিআইজেডের লাইকা প্রজেক্টের আওতায় জামালপুর ও মেহেরচন্ডি এলাকায় আওতায় নগরীর ২৬নং ওয়ার্ডের জামালপুর এবং মেহেরচন্ডী ফ্লাইওভারের উভয়পার্শ্বে উন্মুক্ত স্থান, জলাধার ও বর্জ্য ব্যবস্থাপনার উপর একটি সমন্বিত কার্যক্রম বাস্তবায়িত হবে। আগামীতে আরবান লিভিং ল্যাব এর আওতায় ৬টি অংশগ্রহণমূলক কর্মশালা, ২টি সচেতনতামূলক কার্যক্রম ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি এমপাওয়ার বাংলাদেশ সম্ভাবনাময় জনগণকেন্দ্রিক ডিজিটাল সল্যূশন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করবেন।
কর্মশালায় রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ আরডিএ, পরিবেশ অধিদপ্তর, রুয়েটের প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট এলাকার নাগরিক, আইইউসিএন, এমপাওয়ার এর কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।